মহান বিজয় দিবস- ২০২২ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য পিতা-মাতার নামে “রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মুক্তিযোদ্ধা কেবিন” ও অত্যাধুনিক “শহীদ আইভি রহমান প্যাথলজিক্যাল ল্যাব” উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
শুক্রবার (১৬ডিসেম্বর) দুপুরে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিতা-মাতার নামে কেবিন ও ল্যাব উদ্বোধন করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, সহকারি কমিশনার (ভূমি) সিমন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, জেলা পরিষদের সদস্য মো. আবদুস সাত্তার মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন মশিউর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আদনান আখতার, আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান সহ সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ।
ল্যাব ও কেবিন উদ্বোধনের আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।