বগুড়ায় দিনবদলের মঞ্চ আয়োজিত বিজয় উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। শুক্রবার বিকেলে শহীদ খোকন শিশু উদ্যান চত্বরে
বগুড়ায় দিনবদলের মঞ্চ আয়োজিত বিজয় উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। শুক্রবার বিকেলে শহীদ খোকন শিশু উদ্যান চত্বরেছবি: প্রথম আলো
বিজয়ের ৫১ বছর পরও শাসকগোষ্ঠীর সঙ্গে আঁতাতের কারণে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের মতো মৌলবাদী দলের রাজনীতি এখনো নিষিদ্ধ করা হয়নি বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
আজ শুক্রবার বগুড়ায় ‘দিনবদলের মঞ্চ’ আয়োজিত বিজয় উৎসবের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মহান বিজয় দিবস উপলক্ষে শহরের শহীদ খোকন শিশু উদ্যান ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করে ‘দিনবদলের মঞ্চ’। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুজাহিদুল ইসলাম সেলিম।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মহান বিজয়ের ৫১ বছর পরও শাসকগোষ্ঠীর সঙ্গে আঁতাতের কারণে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির, হেফাজতে ইসলামের মতো মৌলবাদী ধর্মান্ধ দলের রাজনীতি এখনো নিষিদ্ধ করা হয়নি। জামায়াত-শিবির-হেফাজতকে নিষিদ্ধ করতে হবে।
ডাকসুর সাবেক ভিপি আরও বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছিল, যে দিনবদল করেছিলাম, সেই দিনবদলের বিজয় আমরা ধরে রাখতে পারিনি। সে কারণেই ৫১ বছর পরও দিনবদলের সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য নতুন করে লড়াই করতে হচ্ছে।’
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশ এখন মুক্তিযুদ্ধের ধারা ও চেতনার বিপরীত ধারায় চলছে। পুঁজিবাদী শাসন-শোষণ, মুক্তবাজার অর্থনীতি, লুটপাটের রাজনীতি, গণতন্ত্রহীনতা, দুঃশাসন ও সাম্প্রদায়িকতা দেশের মানুষের কাঁধে জগদ্দল পাথরের মতো জেঁকে বসেছে। দিনবদলের লড়াইয়ে দেশবাসীকে শামিল হয়ে শুধু ক্ষমতার পালাবদল নয়, মুক্তিযুদ্ধের ধারায় দেশের আর্থসামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে হবে। মানুষের অর্থনৈতিক মুক্তি, সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। বুর্জোয়াদের নেতৃত্বে নয়, নিপীড়িত-নির্যাতিত, মেহনতি মানুষের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা, মর্মবাণী বাস্তবায়ন করতে হবে। নির্মাণ করতে হবে ইনসাফের সমাজ, সাম্যের সমাজ।
দিনবদলের মঞ্চের সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহসীন রেজা, ফিরোজ হামিদ খান, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ বক্তব্য দেন