খুলনার দাকোপের খুটাখালী আর্য্য হরিসভার সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম সেচ্ছাসেবীর মাধ্যমে কাজের অগ্রগতি তরান্বিত হচ্ছে। গত ১৪ নভেম্বর বুধবার সকাল থেকে আর্য্য হরিসভার সভাপতি কর্মবীর সরোজিত কুমার রায়ের পরিচালনায় সহ সভাপতি জিতেন বিশ্বাস,মলয় রায়,সন্জয় মোড়ল দেবব্রত সরকার দেবু সহ আর্য্য হরিসভার সাধারণ সম্পাদক বিজন কুমার রায়,সহ সাধারণ সম্পাদক প্রবির রায় বাপ্পী, আর্য্য হরিসভা কমিটির সকল কর্মকর্তা সদস্য বৃন্দ ও স্থানীয় সূধীজন উক্ত কাজের সুভ উদ্বোধন সকাল থেকে শুরু হয়।
সমাজ উন্নয়নে সেচ্ছাসেবার গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিক সুবিধা বা বস্তুগত লাভের আশা না করে সমাজের মানুশের অগ্রগতি বা উন্নয়নের মহৎ প্রয়াস
কে সাধারণত সেচ্ছা সেবা হিসাবে আখ্যায়িত করাহয়।
স্বেচ্ছাসেবা হলো টেকসই উন্নয়নের চতুর্থ ভিত্তিপ্রস্তর, যা হচ্ছে স্বেচ্ছাপ্রণোদিত কর্মকান্ড।বস্তুতপক্ষে স্বেচ্ছাশ্রম মহৎ কোনো লক্ষ্য অর্জনের কার্যকর একটি হাতিয়ার।