কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৪ ই ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার শহীদ সেলিম স্মৃতি স্তম্ভে হাজার মোমবাতির প্রদীপ প্রজ্জ্বলন করেন কুলিয়ারচর উপজেলা প্রশাসন। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত), সাবেক কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ জিল্লুর রহমান,
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুশফিকুর রহমান, কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার পূর্বক্ষণে পাকিস্তানী হানাদার বাহিনীদের হত্যার শিকার বুদ্ধিজীবীরা। একটি রাষ্ট্রের মেধাশূন্য করতেই এই নির্মাণ হত্যাযোগ্য চালায় পাক হানাদার বাহিনী এবং তার দোসর আলবদর আল সামসরা।
উল্লেখ্য এই দিবস উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।