৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের গুলিত নিহত মুকবল হত্যা, মির্জা ফকরুল, শহীদ উদ্দিন চৌধুরীসহ বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য ও কেন্দ্রীয় কার্যালয় ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ মঙ্গলবার বিকাল ৪ টায় গোডাউন রোড বশির ভিলা প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. হাছিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, এড. হাফিজুর রকমানসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান।