রাউজান প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়েছে।
গত ৪ ডিসেম্বর রবিবার দুপুর পর্যন্ত ১২ প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন পত্র সংগ্রহ করে মনোনয়নপত্র জমা করেছেন। রাউজান প্রেসক্লাব নির্বাচন কালীন আহবায়ক ও সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ শীলের নিকট এ মনোনয়ন পত্র জমা করেন তারা।
সাস্কৃতিক সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন প্রেসক্লাবের সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব যীশু সেন। তিনি মনোনয়ন পত্র জমা দিয়ে সকল ভোটারদের কাছে ভোট দেওয়ার আহবান জানান। নির্বাচনকালীন আহবায়ক কমিটির সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে ২ ঘটিকা পযর্ন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন সমন্বয়ক নির্বাচন কালীন আহবায়ক প্রদীপ শীল জানান, আগামী ১ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত এ ফরম বিতরণের সময় সীমা ধার্য করা হয়। আগামী ৫ ও ৬ ডিসেম্বর দুপুর ২ টার মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়।
আগামী ৭ ডিসেম্বর ফরম যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। একই দিন মনোনীতদের নাম ঘোষণা করা হবে। আগামী ৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হবে।
আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। আহবায়ক কমিটির সদস্য সচিব কামরুল ইসলাম বাবু জানান, গনতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কালীন আহবায়ক কমিটি ।