ময়মনসিংহের নান্দাইল উপজেলার উদং মধুপুর উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র/ছাত্রীদের জন্য প্রাপ্ত বিপুল সংখ্যক সরকারী পাঠ্য বই অতি গোপনে প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক ফকির ও অফিস সহকারী মো. আতাউর রহমান বেআইনি ভাবে বিক্রি করে।
জানা যায়, ভ্যানচালক বই নিয়ে বিদ্যালয় থেকে বের হবার সময় এলাকার সাধারণ মানুষ বই সহ ভ্যানচালকে আটক করে থানায় হস্তান্তর করে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু হানিফা মাসুদ জানান, বই বিক্রির ঘটনায় বিদ্যালয়ের সুনামের মারাত্মক ক্ষতি হয়েছে।
তিনি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারী বই বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবী জানান। ভ্যানচালক সিংরইল ইউনিয়নের ভোরাঘাট এলাকার হারিস মিয়া জানান, তিনি প্রধান শিক্ষক আনোয়ারুল হক ফকির ও অফিস সহকারী আতাউর রহমানের নিকট থেকে কেজি ধরে বই ক্রয় করেন। এতে আমার কোন দোষ নেই।
আমাকে বলেন পুরাতন কাগজপত্র বিক্রি করা হবে এই কথা বলে প্রধান শিক্ষক খবর দেন।
আমি গরিব মানুষ। উপজলো মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাখারুল ইসলাম জানান, সরকারী বই বিক্রি করার কোন সুযোগ নাই। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর জানান, তিনি ঘটনাটি শুনেছেন। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।