শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

নির্বাচনে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে হবে সকলের পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৬৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৯:৩৮ অপরাহ্ণ

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান বলেছেন, সারা বিশ্বই এখন টানাপোড়েনে আছে।আমরাও কিছু সমস্যার মধ্যে আছি, খুব শিগগিরই সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে।তিনি বাংলাদেশের অর্থনীতি আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ স্বাভাবিক হতে পারে বলেও মন্তব্য করেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াসে দুই দিনব্যাপী কুস্তি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি ভালো।কিন্তু আগে আরও ভালো ছিল, মাঝে কোভিডজনিত কারণ বিশ্বব্যাপি মোড়লদের যন্ত্রনায় আমরাও ক্রসফায়ারের মধ্যে পড়ে গিয়েছি।এটি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাচ্ছে, সারা বিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে, তেলের দাম কমে আসছে, গ্যাসের দাম কমে আসছে।আমাদের মাঠভরা ধান আছে, হাওরে মাছ আছে সবজি পাওয়া যাচ্ছে সুন্দর সময় এখন, গেল তিনমাসে আমাদের মূল্যস্ফীতি কিছুটা কমেছে চলতি মাসেও কমবে, আমার বিশ্বাস এটি আরও কমবে।

মন্ত্রী বলেন, আপনারা পত্র-পত্রিকায় সংবাদ করেছেন রেমিট্যান্স বেড়েছে, এক্সপোর্ট বেড়েছে, ধীরে ধীরে পা টিপে টিপে বাংলাদেশ আবার আগের জায়গায় আসবে, আমি মনেকরি আগামী বছরের মার্চ এপ্রিল নাগাদ তা পুরোপুরি ঠিক হয়ে যাবে।তবে এটি আমার ধারণা, যেহেতু আমি একটি মন্ত্রনালয়ে কাজ করি তাই কিছুটা হলেও বলতে পারব আমাদের ভয়ের কোন কারণ।

তিনি আরও বলেন, এটি বলা উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন আমাদের অপচয় রোধ করতে হবে, সৌদির বাদশাও যদি অপচয় করে এটি কেউ মানবে না টাকা থাকলেই খরচ করতে হবে না, সাবধানে খরচ করতে হবে। আমরা যারা প্রধানমন্ত্রীর সাথে কাজ করি এখন খুব সাবধানে মানুষের প্রকৃত প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলো নেয়া প্রয়োজন সেগুলো নেওয়া হচ্ছে। আমাদের উপর আস্থা রাখেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন।

স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে ও কুস্তি প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন প্রমুখ।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!