চাঁদপুর কচুয়ার গন মানুষের নেতা,আধুনিক কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ০১ দিনের সফরে কচুয়া আসছেন।
৩রা ডিসেম্বর শনিবার সকাল ১০ঃ০ ঘটিকায় আশেক আলী খান স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ড.জালাল আলমগীর শুভ’র মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
একই দিন বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ,দুপুর সাড়ে ১২টায় একই স্থানে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে সেচ পাম্প ও সার বিতরণ, দুপুর দেড় টায় কড়ইয়া ইউনিয়নরে লুন্তি গ্রামের আওয়ামীলীগ নেতা মরহুম রেনু মিয়া সদাগরের কবর জিয়ারত, বিকাল ৩টায় কচুয়া সাদিপুরা চাঁদপুর সড়কের বাসাবাড়িয়া মমিনের বাড়ীর পশ্চিম পাশে খালের উপর সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিনেবে যোগদান করবেন। ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ব্যাক্তিগত সহকারি রাজিব আহমেদ (রাজু) স্বাক্ষরিত পত্রে অনুষ্ঠান সূচি জানানো হয়েছে।