ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজ উদ্দীন মারপিট ও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে যায়।
হামলা ও মারপিটের শিকার হওয়া সদস্য মফিজউদ্দীন এবিষয়ে একজনকে বিবাদী করে উপজেলা নিবার্হী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
এ অভিযোগ সূত্রে জানা যায়,৩০ নভেম্বর বুধুবার সকালে উপজেলার বরমপুর পীরের হাট বাজারে রবিউল এর সারের দোকানের সামনে বেঞ্চে বসে চা পান করার সময় বিবাদী একই এলাকার মৃত আফিল উদ্দীনের ছেলে আলম টিসিবিরপূর্ণ নিয়ে মেম্বার মফিজ উদ্দীনের উপরে হামলা করে এতে মফিজউদ্দীন গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন এবং বকুয়া ইউনিয়ন পরিষদের সদস্য গন তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসেন।
এ বিষয়ে আহত মফিজউদ্দীন বলেন,আমি চা খাওয়ার সময় আলমসহ আরো কয়েকজন আমাকে পূর্বের জের ধরে বেধড়ক মারপিট করেন। এছাড়াও তিনি আজকে টিসিবির পণ্যকে কেন্দ্র করে মারপিট করে।এতে আমার সম্মানহানি এবং আমাকে সমাজে হেও প্রতিপন্ন করায় তাদের বিরুদ্ধে আইনগতভাবে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি হরিপুর উপজেলা নিবার্হী অফিসার নিকট।এবং বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের রেজা বলেন,ঘটনার বিষয়ে আমাকে কয়েকজন মুঠো ফোনে জানিয়েছেন।লিখিত অভিযোগ পেলে আমি তারঁ বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নিতে পারি।
এ বিষয়ে হরিপুর উপজেলা নিবার্হী অফিসার একেএম শরীফুল হক জানান,লিখিত ভাবে অভিযোগ পেলে তদ›ন্তভাবে করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়।