রাজারহাট উপজেলার ফুলখাঁর চাকলা রোডে ব্যাপাড়ী পাড়ায় ভিন্ন আঙ্গিকে কাঠের দোতলা দৃষ্টিনন্দন ভবনে “আইডিয়াল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ” এর যাত্রা শুরু।
গতকাল ১১ নভেম্বর ২০২২ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় আইনজীবী শিক্ষক সমাজ সাংবাদিক ও সুধীবৃন্দের উপস্থিতিতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বক্তারা রাজারহাট উপজেলা তথা এই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নাজমুল হুদা সুমন বলেন-“আমরা সিলেবাস ভিত্তিক পড়াশোনার পাশাপাশি সুস্থ ধারার মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবো। প্রতিটি শিক্ষার্থীর উন্নত শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাবো।
উপস্থিত অভিভাবক সহ সুধীবৃন্দ আইডিয়াল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সুদূরপ্রসারী চিন্তা ভাবনায় খুশি প্রকাশ করেন। আইডিয়াল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের যাত্রার সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত, উত্তরবঙ্গ যাদুঘরের প্রতিষ্ঠাতা, কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,কবি ও সাহিত্যিক অধ্যাপক আব্দুল খালেক ফারুক,আবু যোবায়ের আল মুকুল অধ্যক্ষ, উলিপুর সরকারি কলেজ,নাজিমখান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী, মোঃ রজব আলী সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজারহাট উপজেলা। বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার। মোঃ গোলজার হোসেন প্রধান শিক্ষক,সোনালুর কুটি উচ্চ বিদ্যালয়। প্রভাষক মজিবর রহমান, বাছড়া আজিজিয়া আলিম মাদরাসা। নুরুজ্জামান সরকার প্রধান শিক্ষক, সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়, অজয় কুমার সরকার প্রমুখ।