গাজীপুর ৫ আসনের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন হিন্দুদের পূজাপার্বণে আ’লীগের হয়ে আমরা পাহারা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি।
যেখানে বিরুধীরা বাধা দেয়।ভিবিন্নভাবে তাদের হয়রানি করে।
গাজীপুর মহানগরীর ৪২ নং ওয়ার্ডের সমরসিংহ শ্রী রাধা মন্দিরে আজ সন্ধ্যায় গোবিন্দ অষ্টকালীণ লীলা কীর্তনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
অমূল্য চন্দ্র দাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রবীন্দ্র চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূবাইল থানা আ”লীগের নবনির্বাচিত সভাপতি ও ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন, কর্ণেল, শাহাদাত হোসেন(অবঃ), ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস ছালাম, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজিব, ইকবাল হোসেন মাষ্টার, পূবাইল ইউপি সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, আ’লীগ নেতা রন চক্রবর্তী অ্যাডভোকেট মজিবুর রহমান,রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।