লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে ওয়ার্ড
আওয়ামী লীগ নেতার দোকান ঘর আগুনে পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি গতকাল ভোর রাতের দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড খাঁ গো মসজিদ সংলগ্ন হারুন মার্কেটের পাশে সাখাওয়াত টেইলার্সে ঘটে। ক্ষতিগ্রস্ত সাখাওয়াত টেইলার্সের মালিক ও ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন জানান, গত বুধবার মধ্য রাতের দিকে কে বা কারা তার দোকান ঘরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই সব পুড়ে যায়। আগুনে দোকানের সকল মালামাল পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। গতকাল রাতেও তার বসত বাড়ির রান্না ঘরে আগুন লাগানো হয়েছে। এই ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।