ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদার সাথে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন এই৷ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে উপজেলা সদরে মনোজ্ঞর্যালি আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। সহকারী কমিশনার (ভূমি
)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, টি এম আরিফের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় অফিসার নিবেদিতা করের সঞ্চালনা অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার মোঃ আনিসুজ্জামান, যুব উন্নয়ন অফিসার মোঃফয়েজ উদ্দিন, রসুলপুর গভীর নলকূপ কৃষক সমবায় সমিতির প্রতিনিধি মোঃ সাইদুর রহমান, সাংবাদিক ফরিদ মিয়া প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সার্বিক সমন্বয় করেন সমবায় বিভাগের মোঃ ফজলুল হক। সমবায় দিবসের অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায়ী প্রতিষ্টানের নেতৃবৃন্দ যোগদান করেন