ফলোআপ-
নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম গ্রামের মৈনম মৌজায় ১৯ দাগের পৌনে ৫ বিঘা জমি ১৯৮২ সালে নগেন্দ্রনাথ চন্দ্র ছেলে ছচিন্দ্রনাথ, যতীন্দ্রনাথের কাছে বিক্রি করেন।মৃত যতীন্দ্রনাথের ছেলে আশুতোষ ওয়ারিশসূত্রে ওই জমি ভোগ দখল করেন। প্রতিপক্ষ একই গ্রামের মৃত নগেন্দ্রনাথ চন্দ্রের দুই ছেলে সচিন ও গোপেন নওগাঁ আদালতে জমি পাবে বলে মিথ্যা মামলা দেয় আশুতোষ চন্দ্রের বিরুদ্ধে। ভুক্তভোগী আশুতোষ প্রামাণিক জানান,এই মামলায় আদালত থেকে একতরফা আমাদের পক্ষ রায় দেয়। রায়ের বিরুদ্ধে সচিন ও গোপেন আপিল করে। আপিলের পরে সেই জমিতে ধান ও কালাই রোপণ করে। এই শত্রুতার জের ধরে আশুতোষ প্রামাণিকে ফাঁসানোর জন্য সচীন ও গোপেন চৌধুরীর লোকজন রাতে আধারে ওই জমির ফসলের ওপর অতিমাত্রার আগাছানাশক ওষুধ প্রয়োগ করে। এতে করে ধান গাছ গুলো পুড়ে হুলুদবর্ণ ধারণ করে নষ্ট হয়।
এ ব্যাপারে অভিযুক্ত দুইভাই সচীন ও গোপেন সাথে কথা হলে তারা সকল বিষয় এড়িয়ে যান
এ ব্যাপারে মান্দা থানা ওসি তদন্ত মাসুদ জানান, ঘটনাটা শুনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।