ফরিদ মিয়া নান্দাইলঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজার থেকে কালিগঞ্জ বাজার পর্যন্ত নরসুন্দা নদীর পাড় দিয়ে রাস্তাটি মেরামত ও পুনঃ সংস্কার করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছে। গত ২ বছর পূর্বে উক্ত রাস্তাটি কালিগঞ্জ রেল ব্রীজ সংলগ্ন স্থানে উপজেলা প্রশাসন থেকে মুক্তিযোদ্ধের স্মৃতি বিজরিত বৈধ্য ভূমি স্মৃতি ফলক নিমার্ণ করা হয়েছে। এতে করে উক্ত রাস্তাটির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই রাস্তা দিয়ে কালিগঞ্জ বাজার ও তারেরঘাট বাজার হয়ে জেলা ও উপজেলা সদরে যোগাযোগ করেন থাকেন।
চলতি বর্ষা মৌসুমে রাস্তাটি বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। জনস্বার্থে মাননীয় সংসদ সদস্য স্মৃতি ফলক উদ্বোধনের দিন রাস্তাটি নতুন করে মেরামত করে দিবার জন্য আশ্বাস প্রদান করেন। বর্তমানে রোগী নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে দাড়িয়েছে। এই এলাকার কয়েক হাজার জনগনের সুবিদার্থে চলতি আর্থিক বছরে টিআর/কাবিখা প্রকল্পের মাধ্যমে নাম্বার ফেলে অদূর ভবিষ্যতে রাস্তাটি পাকা করনের ব্যবস্থা গ্রহন করার
জন্য এলাকাবাসী জোরদাবী জানিয়েছেন।