তন্ময় দেবনাথ , রাজশাহী জেলা প্রতিনিধিঃ
একজন দুস্থ অসহায় বৃদ্ধা মহিলা জেলেমনি বেগম (৭০)। স্বামীর নাম মাদার বখস। বসবাস করেন মনিগ্রাম ইউনিয়ন এর পারসাওতা গ্রামে। তিনি জীবিকা নির্বাহ করেন মানুষের সহায়তায়। নিজের একটি রেফ্রিজারেটর তার কাছে স্বপ্নের মতো। কিন্তু তার এই স্বপ্নটিই তিন দিনের ব্যবধানে পুরন করেদিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, চারঘাট বাঘার মাননীয় সাংসদ আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি।
জানাযায়, সম্প্রতি (চারঘাট বাঘায়) নিজ নির্বাচনি এলাকায় সরকারি সফরে আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাজশাহী – ৬ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি। প্রতিবারের মতো এবারও তার আগমনে এলাকায় ঈদের আমেজ বিরাজ করে। নেতার আগমনে খুশি এলাকাবাসী। কারণ তাদের দাবী, চাওয়া পুরনের ভালোবাসার মানুষ এখন এলাকায়। কথা থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রীর বিষয়ে সরাসরি বলতে পারেন সকলে।
গত ২১ অক্টোবর শুক্রবার ঐতিহাসিক বাঘা শাহী মসজিদের অজুখানার ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করতে আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি। উক্ত অনুষ্ঠানে মঞ্চের সামনে থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা কথা বলতে চান চারঘাট বাঘার উন্নয়নের রুপকার ও অসহায় দুস্থ মানুষের আস্থার প্রতিক ও সকলের প্রিয় নেতা শাহরিয়ার আলম এর সাথে। কথা হয় তাদের মধ্যে। সেই বৃদ্ধা মহিলা জেলেমনি শাহরিয়ার আলম কে বলেন, “তুমি আমার বেটা, আমাকে একটা ফিরিজ দাও। আমি একটু একটু করে খাবার ফিরিজে রাখবো ও একটু একটু করে ফিরিজ থেকে খাবার বের করে খাব।”
এইদিকে ঘটনাটির তিনদিন অতিবাহিত হতে না হতেয় জেলেমনির আবদার পুরন করে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি। মঙ্গলবার (২৫ অক্টোবর) জেলেমনি কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে ওয়ালটন কোম্পানির একটি (রেফ্রিজারেটর) ফিরিজ হস্তান্তর করেন বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুন্ম সম্পাদক নসিম উদ্দিন। উপহারটি পেয়ে অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে দোয়া চান শাহরিয়ার আলম এমপির জন্য।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার নিজ বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ জনকে, জনপ্রতি ৫০ হাজার টাকার চেক ও তার নিজ তহবিল থেকে ২০ জনকে একটি করে সেলাই মেশিন এবং ৭ জন মেধাবী ছাত্রকে ল্যাপটপ প্রদান করেন তিনি। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সম্মানী ভাতার টাকা নির্বাচনি এলাকার শিক্ষার্থীদের মাঝে ব্যায় করেন। ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সহায়তার পাশাপাশি অগণিত অসহায় দুস্থ মানুষের কল্যানে পাশে দাড়ান।