মোঃ হামিদুল ইসলাম, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর, সিআর, নিয়মিত মামলা ও মাদক সহ ২৫ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (রাজারহাট-০১, ফুলবাড়ী-০৩), সিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন (উলিপুর-০১,নাগেশ্বরী-০২), জিআর সাজা ওয়ারেন্ট মূলে ০২ জন (রাজারহাট- ০১, ফুলবাড়ী-০১), নিয়মিত মামলায় ০৬ জন, পূর্বের মামলায় ০১ জন, ১৫১ ধারায় ০২ জনসহ মোট ১৮ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও কুড়িগ্রাম পুলিশের মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশ চন্দ্রখানা গ্রামের মোঃ আদম আলী (২২) ও মোঃ হাসেন আলীকে ২,০০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা ৪ টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ফুলবাড়ী থানার ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা মহিলা কলেজ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে উক্ত কুখ্যাত মাদক কারবারিদের মাদক সহ আটক পূর্বক মোবাইল ফোন জব্দ করে।
এদিকে একইদিনে জেলার কচাকাটা থানা পুলিশের অন্য আরেকটি অভিযানে রাত পৌনে ৯ টার দিকে থানার একটি চৌকস টিম বলদিয়া ইউনিয়নের ছনবান্ধা খলিশাকুড়ি গ্রামে রাস্তার উপর থেকে ছনবান্ধা খলিশাকুড়ি গ্রামের মোঃ হযরত আলী ফকির(৪০), ও একই গ্রামের মোঃ আঃ হালিম(৪৫) কে ৭৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
অন্যদিকে রবিবার (২৩ অক্টোবর) ৩৩ পিস ইয়াবা ও ৩ গ্রাম হিরোইন সহ ৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী কে হাতেনাতে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ভূরুঙ্গামারীর দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মোঃ আশরাফুল ওরফে চিনি (৪৮) কে ৩৩ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
একই দিনে ভূরুঙ্গামারী থানার অপর এক অভিযানে ভোটহাট সীমান্ত এলাকা থেকে ০৩ গ্রাম হিরোইন জব্দসহ উপজেলার আঙ্গারীয়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মাসুদুর রহমান ছোটন (৩২), ও ভোটহাট গ্রামের মোঃ রশিদুল হক রাজু (২০) কে হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।