উত্তম চক্রবর্তী,মণিরামপুর।।
যশোরের মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের প্রথমবারের মতো গঠিত হওয়া গভর্নিং বডির সভাপতি হয়েছেন অধ্যক্ষ মোঃ রেজাউল করিম।
এ কমিটির আরো সদস্যগণ হলেন- সাধারণ শিক্ষক সদস্য মোঃ জাকাতুজ্জামান, গৌর চন্দ্র সরকার, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য নুরুন্নাহার খাতুন, অভিভাবক সদস্য মোঃ শামছুল আলম, কামাল উদ্দিন, মোঃ জিয়াউর রহমান, অমল কুমার মল্লিক, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য খাদিজা খাতুন, দাতা সদস্য বিমল চন্দ্র রায়, সদস্য সচিব অধ্যক্ষ নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ। অধ্যক্ষ মোঃ রেজাউল করিমকে সভাপতি মনোনয়ন করায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকার সুধীজনেরা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মণিরামপুরের উন্নয়নের কারিগর স্বপন ভট্টাচার্য্য (এমপি)কে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর থেকে বিগত ১৩/১০/২০২২ ইংরেজি তারিখে গভর্নিং বডির চুড়ান্ত অনুমোদন হওয়ার পর সভাপতি হিসেবে অধ্যক্ষ মোঃ রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি তাঁর অভিপ্রায় ব্যক্ত করে বলেন, প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় আমি- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সাথে সাথে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, আমার ব্যক্তিগত কর্মজীবনের আজকের এ অবস্থানের গোড়াপত্তন এই প্রতিষ্ঠান থেকে। আর মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নিশ্চয়ই প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু প্রত্যাশা করে আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। আমি সেটি নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। এই প্রাপ্তির জন্য তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ পরিবারের সকলকে, চালুয়াহাটি ইউনিয়নে তাঁর যারা শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও আত্মীয় স্বজন আছে তাদের সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন আমি মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করে, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি যেন এ প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু করতে পারি।