মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামমের ভুরুঙ্গামারীতে নবীন প্রবীনের উদ্দগে গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভুরুঙ্গামারীর জয়মনিরহাট সপ্তসুর সংগীতালয়ের উদ্যোগে ১৪ অক্টোবর সন্ধায় নবীন ও প্রবীন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুশ্ঠিত হয়। এ সময় সপ্তসুর সংগীতালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড.মোহাম্মদ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুর ও টেলিভিশনের শিল্পী অনন্ত কুমার দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমেনা খাতুন, বাংলাদেশ বেতার রংপুর ও টেলিভিশনের নিয়মিত শিল্পী শফিকুল ইসলাম শফি, রংপুর বেতারের গীতিকার দেলোয়ার হোসেন, রংপুর বেতার শিল্পী খোকন, নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান টিভির সাংবাদিক শফিকুল ইসলাম শফি, বেতার শিল্পী আব্দুল মালেক, প্রেসক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টুসহ স্থানিয় শিল্পী ও গন্যমান্য ব্যাক্তিবগ,আঞ্চলিক পরিচালকের নজরুল সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী হর্য়। কুড়িগ্রামে অনেক ভাওয়াইয়া গুনি শিল্পী রয়েছে শুধু তাই নয় নজরুল রবিন্দ্র সংগীত পাশাপাশি শিল্পী আছে তবে যেসব শিল্পীরা বেতারে তালিকা ভুক্ত নয় তারা অডিশনের জন্য আবেদন করবেন বলে জানান আঞ্চলিক পরিচালক ড.মোহাম্মদ হারুন অর রশিদ।