ফরিদ মিয়া নান্দাইলঃ
ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার দরিদ্র মানুষের মাঝে বিক্রি করার জন্য প্রদত্ত টিসিবি’র মালামাল ডিলার মহির উদ্দিন কর্তৃক কালো বাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ অক্টোবর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম ২শতাধিক নারী-পুরুষ কার্ডধারীর সহ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে উপস্থিত হয়ে অভিযোগ করেন।
এসময অক্টোবর মাসের টিসিবি’র কার্ড থাকা সত্বেও মালামাল না পাওয়া ব্যক্তিরা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান করে ডিলারের বিচার দাবী করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার টিসিবি ডিলার মহির উদ্দিনকে তার কার্যালয়ে ডেকে নিয়ে অভিযোগকারী পুরুষ-মহিলাদের মাঝে টিসিবির সামগ্রী বিতরণ করার নিদের্শ প্রদান করেন। মালামাল বিতরন করতে ব্যর্থ হলে তার টিসিবির লাইসেন্স বাতিল করার সুপারিশ প্রেরণ করা হবে।
প্যানেল মেয়র মো. শফিকুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডের প্রায় ২শতাধিক টিসিবি কার্ডধারীর অক্টোবর মাসের মালামাল বিতরণ না করে ডিলার মহির উদ্দিন তা কালো বাজারে বিক্রি করে দিয়েছে। তিনি কার্ডধারীরদের মাঝে মালামাল বিতরণ করার দাবী জানান।