ময়মনসিংহের নান্দাইলে সরকারি ছুটির দিনকে বেছে নিয়ে উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের শাইলধরা বাজারের সরকারি জায়গায় দোকান ঘর উত্তোলন করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে শাইলধরা বাজারে চন্ডিপাশা ইউপি’র নিজবানাইল মৌজার ১নং খাস খতিয়ানের সরকারি জায়গা দখল করে এ দোকান ঘর নির্মাণ করেছে সাইফুল ইসলাম নামে স্থানীয় এক ব্যবসায়ী। সাইফুল ইসলাম শাইলধরা বাজারে কাঁচামালের ব্যবসা করে। সে বাজারের সরকারি খাস জায়গায় ২০ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থে ইট দিয়ে দেওয়ালের বিট তৈরী করেছেন। পরদিন শুক্রবার দোকান ঘর সম্পন্ন করার বাকি কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানাগেছে, সাইফুল ইসলাম শাইলধরা বাজারে বাশেঁর চাটাইয়ের উপর অস্থায়ীভাবে কাচঁমালের ব্যবসা পরিচালনা করে আসছেন। একটি অসাধু চক্রের সহযোগীতায় ব্যবসায়ী সাইফুল ইসলাম সেখানে প্রথমে একটি ছোট টংগে দোকান পরিচালনা করতো। পরে তিনি রাতের আধারে সেখানে ইটের দেওয়াল তুলে প্রায় এক শতাংশ জায়গায় স্থায়ী দোকান ঘর নির্মাণ করে যাচ্ছেন। বাজারের সরকারি জায়গা এভাবে দখল করে দোকান ঘর নির্মাণে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানান, সরকারি জায়গায় দোকান ঘর নির্মাণ কালে সাইফুল ইসলামকে নিষেধ করেন। এসময় সাইফুল ইসলাম কোন সদোত্তর না দিয়ে ঘর তুলার কাজ চালিয়ে যান। স্থানীয় চন্ডিপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল মিয়া জানান, এ বিষয়ে আমি কিছুই জানিনা। তবে সরকারি জায়গায় দোকান ঘর নির্মাণ করে জায়গা দখল বিষয়টি আইনসঙ্গত নয়। অপরদিকে ব্যবসায়ী সাইফুল ইসলামের সেলফোনে যোগাযোগ করে সরকারি জায়গায় কোন ঘর উঠানোর অনুমতি আছে কি না ? তা জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, তা হয়তো অনুমতি নেই। তবে দীর্ঘ বছর যাবত আমি সেখানে ব্যবসা পরিচালনা করে আসছি। অনুসন্ধান করে দেখেন। চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারি জায়গা এভাবে যে যার মতো দখল করে নেওয়া সম্পূর্ণ বেআইনী। তা দন্ডনীয় অপরাধ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।