ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউপিস্থ সরোজিনী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আন্ত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং বঙ্গমাতা আন্ত প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩ টা অত্র বিদ্যালয়ের মাঠে এ পুরষ্কার বিতরণী করা হয়। জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ এমরান ভুঁইয়া’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব গণি আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন শুভপুর ইউনিয়ন পরিষদ’র প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পলাশ।
বঙ্গমাতা আন্ত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল খেলোয়াড়কে পুরষ্কার দিয়ে সংবর্ধিত করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের পড়ালেখা মানোন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অবদান রাখায় আগত অতিথি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আয়োজক কমিটি। এসময় জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনী একাদশ বনাম নবম শ্রেণী একাদশ’র মধ্যে ফাইনাল খেলাটি শত শত দর্শক উপভোগ করে। খেলাটি টাইব্রেকারে নবম শ্রেণী একাদশকে হারিয়ে দশম শ্রেনী একাদশ শিরোপা জিতে নেয়।
এতে আরো উপস্থিত ছিল ঘোপাল ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, মহামায়া ইউপি মেম্বার ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ জমির উদ্দিন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদিয়া কমিউনিটি সেন্টারের পরিচালক মোঃ মোশারফ হোসেন খাঁন, ছাগলনাইয়া বালিকা বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোঃ গোলাম আবছার, চাঁদগাজী স্কুল এন্ড কলেজ’র প্রভাষক মোঃ মোর্শেদ আলম, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোমিনুল হক, মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন সহ আরো অনেকে।