আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে সিনেট ভবনে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে কমেনিটি ভিত্তিক সুপেয় পানি অবকাঠামো টেকসই শাসন কমিউনিটি ম্যানেজমেন্ট প্লাস মডেলের একটি কেস স্টাডি শীর্ষক সেমিনারের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মন্ত্রী তাজুল ইসলাম এক বক্তব্য মন্ত্রী বলেন
শিল্প-কলকারখানাসহ দেশে পানির ভবিষ্যৎ চাহিদা পূরণে গ্যাস-বিদ্যুতের ন্যায় ওয়াটার গ্রিড লাইন স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে।
দেশে একশোটি অর্থনৈতিক জোন তৈরির কাজ চলমান রয়েছে।
এছাড়াও অনেক নতুন নতুন শিল্প কলকারখানাও হচ্ছে।
যেখানে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হবে। পানির ভবিষ্যৎ চাহিদা মেটাতে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে এবং এলক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে।
উপকূলীয় অঞ্চলের পানি লবণাক্ত হওয়া ছাড়াও দেশের কিছু কিছু এলাকায় নিরাপদ সুপেয় পানি সরবরাহ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ‘ন্যাশনাল ওয়াটার গ্রিড লাইন’ তৈরির মাধ্যমে জোন এবং সাব-জোন করে পানি সরবরাহ করতে পারলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।’