খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ত্রিমোহনী মাদ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন পরিষদ ও ত্রিমোহনী ক্লাবের পুজা কমিটির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে হারানো দিনের গান পরিবেশিত হয়েছে। উপস্হিত হাজারো শ্রোতা উপভোগ করেছেন শিল্পীদের পরিবেশনা।, গতকাল ১০ অক্টোবর সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পযন্ত বাঙালী সাংস্কৃতি আমাদের গর্ব ও অহংকার।আবাহমান কাল থেকে বাংলাভাষাবাসীরা এই সাংস্কৃতি লালন -পালন করে আসছে। গান – কবিতা -নাটক নৃত্য আবৃতি – চলচিত্র সবকিছুর সংমিশ্রনে বাঙালি সাংস্কৃতি। যে দেশের সাংস্কৃতি যত সমৃদ্ধ সেই দেশ তত উন্নত।গান কখনো হারিয়ে যায়না। হাছন – লালন -জারি-সারি -লোকজ আনুনিক গান আমাদের বরণ্য শিল্পীরা পরিবেশন করে সংগীত কে মর্যদার আসনে নিয়ে গেছেন।অসংখ্য শিল্পী আমাদের কাছ থেকে চলে গেলেও তাঁদের গাওয়া গান গুলো বাঙালি জাতির সম্পদ হিসাবে রেখে গেছেন যা সংরক্ষণ করা খুবই জরুরী এতে সমাজ,দেশ ও জাতি উপকৃত হবে এবং বহিঃর্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল হবে।
অনুষ্ঠানে ,স্হানীয় ও বহিরগত শিল্পী সমন্বয় অনুষ্ঠিত হয়েছে।
সঙ্গীত পরিবেশন করেন উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির কুমার মন্ডল,উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মানস কুমার রায়, বাংলাদেশ বেতার খুলনার নিয়মিত শিল্সাপপী ও গীতিকার গৌতম সরকার কাঁকন,বেক সংংসদ সদস্য ননীগোপাল মন্ডল সহ দুরদুরন্ত আসা শিল্পী বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবব্রত বিশ্বাস।