চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের প্রজনন রক্ষায় আজ থেকে ২২ দিন নদীতে নামা নিষিদ্ধ ৪৪ হাজার ৩৫জন জেলের। শুক্রবার সরকারি এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে অভিযান শুরু করা হয়েছে।
পদ্মা-মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার নিরাপদ ইলিশ প্রজনন এলাকা। আজ ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন অভয়াশ্রম এলাকায় ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড এবং উভয় দন্ডের বিধান রয়েছে।
শুক্রবার সকালে চাঁদপুর মোলহেডে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে এবং জেলেদেরকে আহরণ থেকে বিরত রাখতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখে উপকূলীয় এলাকার মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ।
নিবন্ধিত জেলেদের এই ২২ দিনের জন্য ২৫ কেজি করে চাল দেয়া ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন।