এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি – দিনাজপুরের বিরামপুর উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৬ অক্টোবর) বৃহস্পতিবার ১১টায় বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, দিওড় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মন্ডল, খানপুর ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান মোঃ রহমত আলী, বিনাইল ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বাদশা, জোতবানি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, , মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ,
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম, আইসিটি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন,প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার ওয়াকিল উদ্দিন, এছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। আমরা চাই শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। সঠিক তথ্য দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের সহায়তা করবে।