ফরিদ মিয়া নান্দাইলঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রতিটি ইউনিয়নে ২ হাজার ৫শত নলকূপে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে আর্সেনিক পরীক্ষা করা হবে। এর জন্য প্রতি ইউনিয়নে খন্ডকালীন সময়ের জন্য ৬জন করে টেস্টার নিয়োগ দান করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে জানাগেছে, স্থানীয়ভাবে প্রাপ্ত তালিকা থেকে প্রতি ইউনিয়নে ৬জন টেস্টার নিয়োগ করা হয়েছে। তাদের ২দিন প্রশিক্ষন প্রদান করা হয়েছে। প্রতিটি নলকূপে আর্সেনিক টেস্ট করার জন্য টেস্টারগন ১শত টাকা হারে সম্মানী পাবেন। নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভায় ৩৫ হাজার নলকূপে ৮৪জন টেস্টার এই কার্যক্রম পরিচালনা করবেন। যে সমস্ত নলকূপে আর্সেনিক পাওয়া যাবে তাতে লাল রং এবং সে সমস্ত নলকূপে আর্সেনিক পাওয়া যাবে না সেই নলকূপে সবুজ রং দৃষ্যমান করে লাগিয়ে দিতে হবে। খুবই গুরুত্বপূর্ন এই প্রকল্পের কাজটি যেন তেন ভাবে যাতে করা না হয় এর জন্য প্রশাসনিক তৎপরতা জোরদার রাখার জন্য এলাকাবাসী জোরদাবী জানিয়েছেন। এছাড়া ৮৪জন টেস্টারের নাম ঠিকানা প্রতিটি ইউনিয়ন পরিষদে পাঠানো সহ মিডিয়া কর্মীদের নিকট তালিকা প্রদানের জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখা নেতৃবৃন্দ দাবী জানিয়েছেন।