কক্সবাজারের রামুতে বিভিন্ন পূজা মন্ডপ পরিবেশন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ মামুনুর রশীদ।
মঙ্গলবার ৪ অক্টোবর বিকেল তিনটার দিকে শারদীয় দুর্গা উৎসব এর নবমী দিন তিনি প্রথমে রামু কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি দিকনির্দেশনামূলক বক্তৃতা দেন। এরপর তিনি তেমুহনী সর্বজনীন দুর্গা মন্দির এবং রাজারকুল রামকুট তীর্থধাম পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, পুরোহিত ব্রান্ধন চৌধুরী বাদল,
রামু সর্বজনীন কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ গুপ্ত, সহ-সভাপতি রতন দেওয়ানর্জী,
রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অনিল শর্মা ও মাস্টার সুনীল শর্মা, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিক, সহ-সভাপতি প্রকাশ সিকদার , রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক খালেদ হোসেন টাপু, রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি রুপন ধর, সাধারণ সম্পাদক শ্যামল মল্লিক, তেমুহনী সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি তড়িৎ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মিঠুন দত্ত, রাজারকুল শ্রী শ্রী রামকুট তীর্থধাম মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক চক্রবর্তী, সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী প্রমুখ।
রামুতে পূজা মন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক (ডিসি) মো: মামুনুর রশীদ তাঁর বক্তৃতায় বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য বাঙালী জাতি লড়াই-সংগ্রাম করেছেন। জাতির পিতার আদর্শ ও স্বপ্নকে পূরণ করতে একটি উন্নত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্তরিকতার সহিত দেশকে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, শারদীয় দূর্গোৎসব সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব। সকল অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবভাবে কাজ করবো। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান।
খালেদ হোসেন টাপু,
সহ সভাপতি
রামু প্রেস ক্লাব, কক্সবাজার।
০১৮১৯৬০৭৭০১