মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় কিশোর গ্যাংয়ের সদস্যের তৎপরতা বেড়েই চলেছে।
প্রায় প্রতিদিন সংবাদপত্রসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে কিশোর গ্যাংয়ের অপরাধীদের অপরাধের কর্মকাণ্ডের কাহিনী।
এ অবস্থায় কিশোর গ্যাংয়ের সদস্যের বিরুদ্ধে মাঠে নেমেছে চাটখিল উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে নোয়াখলা ইউনিয়নের সাধুরখিল আলিম সাহেবের ব্রিজ এলাকা থেকে, কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতা মাদকসেবী মোঃ মোহনকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মোহন (২৫) নোয়াখালী ইউনিয়নে পাইকপাড়া গ্রামের নোয়াবাড়ির মোঃ আবদুল মতিনের ছেলে।
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুল হক ভূঁইয়া মোহনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূঁইয়া জানান, কিশোর গ্যাংয়ের সদস্যদের সামনে দুটি পথ খোলা রয়েছে। ১ম টি হলো তারা অপরাধ ত্যাগ করে ভালো পথে ফিরে আসবে। ২য় টি হলো অপরাধ করলে আইনের আওতায় আসতে হবে। এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথ বেছে নিবে।
তিনি বলেন, আমাদের এই অভিযান জোরদার করা হবে এবং প্রতিটি গ্রাম ইউনিয়নে পরিচালিত হবে।