বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ মুন্সীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

নতুন ৭টি সিনেমা নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল-দৈনিক বাংলার অধিকার

রিয়েল তন্ময় সাংবাদিক, বিনোদন প্রতিনিধি / ১৫২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৮ অপরাহ্ণ

চলচ্চিত্রে মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল নতুন ৭টি সিনেমা নির্মাণ কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ৬টি সিনেমার নির্মাণ কাজ শেষ করে সেগুলো মুক্তির প্রক্রিয়া শুরু করেছেন। এ মাস থেকে ধারাবাহিকভাবে সিনেমাগুলোর মুক্তি প্রক্রিয়া শুরু হবে। এগুলো মুক্তি ও পরিবেশনার দায়িত্বে রয়েছে প্রযোজনা ও পরিবেশনা সংস্থা অনুপম মিউজিক। সিনেমাগুলো মুক্তি শুরুর প্রাক্কালে সিনেমা নির্মাণের ধারাবাহিকতা ধরে রাখার জন্য ডিপজল নতুন ৭টি সিনেমা নির্মাণের প্রজেক্ট হাতে নিয়েছেন। এগুলোর মধ্যে দুটির নির্মাণ কাজ শুরু হবে নভেম্বরের শেষের দিকে।

এ ব্যাপারে ডিপজল বলেন, আমার ৬টি সিনেমা মুক্তি দেয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতি মাসে একটি করে সিনেমা মুক্তি দেয়া হবে। দর্শক যাতে নতুন সিনেমা দেখা থেকে বঞ্চিত না হয়, এজন্য একটির পর একটি সিনেমা মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা যায়, এটি ধারাবাহিকতা রক্ষার প্রকল্প। এ সিনেমাগুলো মুক্তি দিতে দিতে নতুন সিনেমা রেডি হয়ে যাবে। এর কাজ আগামী এক-দেড় মাসের মধ্যে শুরু হবে।

তিনি বলেন, সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে নতুন সিনেমা নির্মাণ ও মুক্তি দেয়ার বিকল্প নাই। আমি আমার অবস্থান থেকে এ কাজ চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, যে সিনেমাগুলো মুক্তি দেয়া হবে তার প্রত্যেকটি গল্প সমৃদ্ধ। দর্শক যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায়, সেভাবেই এগুলো নির্মিত হয়েছে। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দর্শকের মন-মানসিকতা বুঝতে পারি। তারা কি ধরনের সিনেমা পছন্দ করে, তা বুঝেই সিনেমা নির্মাণ করি। আশা করছি, সিনেমাগুলো দেখে দর্শক নিরাশ হবে না। তিনি বলেন, আমি ডিপজলের কাছ থেকে দর্শক ভিন্ন কিছু আশা করে। সময়ের সাথে তাল মিলিয়ে এই ভিন্ন কিছু নিয়েই সিনেমাগুলো নির্মাণ করেছি। নতুন যে সিনেমাগুলো নির্মিত হচ্ছে, সেগুলোতেও দর্শক ভিন্ন কিছু পাবে। ইতোমধ্যে ৭টির মধ্যে দুটি’র নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কক্সবাজার থেকে সিনেমাগুলোর শুটিং শুরু হবে। আর আমি শুটিংয়ের জন্য শীতের সময়টিকে বেছে নিই। এ সময়ে কাজ করে সুবিধা পাওয়া যায়। আবহাওয়া ভালো থাকে। একটানা কাজ করা যায়। আশা করছি, আগামী ছয়-সাত মাসে নতুন সিনেমাগুলোর নির্মাণ কাজ শেষ করতে পারব। সবগুলো সিনেমার পরিচালক থাকবেন মনতাজুর রহমান আকবর। আর শিল্পীদের মধ্যে নতুনদের প্রাধান্য থাকবে। তিনি বলেন, সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে একের পর এক যেমন সিনেমা দরকার, তেমনি নতুন শিল্পীও দরকার। তাহলে দর্শক নতুন কিছু দেখতে পাবে।

রিয়েল তন্ময়
বিনোদন প্রতিবেদক
ফোন- ০১৮১৩৯১৮৫৪১


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!