নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে আসামী আবুল কালাম, ইদ্রিস আলীর গংরা জামিনে বের হয়ে মামলা তুলে আনতে বাদী ও বাদীর পরিবারকে একে পর এক হত্যা করার হুমকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে মামলার বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। বুধবার সকালে উপজেলা গাংগাইল ইউনিয়নের বনুরা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে ১১ সেপ্টেম্বর বিকাল ২টার দিকে বাদী আবদুল হেলিমের স্ত্রী সুফিয়া খাতুন ও মেয়ে দিলোয়ারা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ, হামলা ও ভাঙচুর, ঘরে লাগানো বিদ্যুৎতের মিটার সংলগ্ন খেয়ার (বন) পুঞ্জিতে আগুন লাগিয়ে দেয় এবং আদালতে চলমান মামলা তুলে না আনিলে খুন করে লাশ গুম করা হুমকী প্রদান করে। মামলার বাদী আবদুল হেলিম প্রতিদিন বাজার থেকে আসার পথে আসামী আবুল কালাম, ইদ্রিস আলীর গংরা অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তায় উৎপেতে বসে থাকে বাদীকে খুন করার জন্য। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গাংগাইল ইউনিয়নের বনুরা গ্রামের মৃত আব্দুর রহমান ভূইঁয়ার পুত্র আবুল কালাম বাদীর সহোদর ছোট ভাই, মৃত তোতা মিয়ার পুত্র ইদ্রিস আলী প্রতিবেশীর বিরুদ্ধে গত ১৬ই জুন ২০১৯ইং তারিখে নান্দাইল মডেল থানায় ধারা ১৪৩/১৪৭/১৪৮/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড দায়ের করা হয়। আসামিরা জামিনে বের হয়ে এসে ১১ সেপ্টেম্বর মামলা তুলে না আনলে রাতের আধারে বাদীর ঘরে আগুন লাগিয়ে পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকী প্রদান করে। এ ঘটনায় হাবিবুর রহমান রোববার বিকালে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুতই আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।