শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

নান্দাইলে পিতার হত্যাকারীদের বিচারের দাবীতে কন্যার সাংবাদিক সম্মেলন-দৈনিক বাংলার অধিকার

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ / ১৯৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৮:০০ অপরাহ্ণ

ময়নসিংহের নান্দাইলে পিতার হত্যাকারীদের দৃষ্টান্তমুলক বিচারের দাবীতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে নিহতের পরিবার। দুপুর ১২টার দিকে উপজেলার জাহাঙ্গীপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের নিজ বাড়ির সামনে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন নিহতের কণ্যা কলেজ পড়ুয়া অনার্স প্রথম বর্ষের ছাত্রী মাহমুদা আক্তার। তাঁর নিহত পিতার নাম ইস্রাফিল (৩১)। সাংবাদিক সম্মেলনে নিহত ইস্রাফিলের ছোট ভাই ইব্রাহিম, বড় ভাই আব্দুল হাই, নিহতের স্ত্রী ফিরোজা বেগম, চাচাতো ভাই আব্দুল আউয়াল সহ স্থানীয় এলাকাবাসী ইস্রাফিল হত্যা মামলায় জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করার জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিক সম্মেলনে আরো অভিযোগ উঠে যে, ইস্রাফিল হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে বিভিন্ন ধরনের হুমকী সহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে বলে বিভিন্ন ধরনের পায়তারা করে যাচ্ছে। প্রতিপক্ষ আব্দুল হামিদ গংরা জামিনে এসে গত ১৮ই সেপ্টেম্বর/২০২২ইং সাংবাদিক সম্মেলন করে মনগড়া কল্প কাহিনী প্রচার করেছে। যেখানে বলা হয়েছে, ইস্রাফিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতিপক্ষের উক্ত বানোয়াট সাংবাদিক সম্মেলনের তীব্র প্রতিবাদ জানিয়ে নিহত ইস্রাফিলের পরিবার ও স্বজনরা জানান, আব্দুল হামিদ গংরা প্রকৃত সত্য ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩শে মার্চ/২০২০ইং সনে হিসাবে আব্দুল হামিদ গংরা ইস্রাফিলের পরিবারের উপর হামলা চালায়। এতে প্রতিপক্ষের আঘাতে ইস্রাফিল গুরুতর আহত হলে ঘটনার পরদিন ২৪শে মার্চ/২০২০ইং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু ঘটে। নান্দাইল মডেল থানার মামলা নং ৩৫, তারিখ- ২৫ মার্চ ২০২০ইং। যা সুরত হাল রিপোর্ট ১৭৭/ ২৪(০৩)২২ইং-এ উল্লেখ আছে এবং পুলিশ প্রশাসন সহ সকলেই বিষয়টি অবহিত আছেন। বর্তমানে বিজ্ঞ আদালতে মামলাটি চলমান রয়েছে। এ ব্যাপারে নিহতের ছোট ভাই মামলার বাদী ইব্রাহিম জানান, আব্দুল হামিদ গংরা শুধু আমার ভাইকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের সহ আমাদের বাড়ি-ঘরের জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া উক্ত মামলার ৫নং আসামী জাকির হোসেন ও ১নং আসামী সেলিম ওরফে মুন্না সুকৌশলে সৌদি আরবে পালিয়ে গেছে। উক্ত হত্যা মামলার বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত আর কোন আসামী যাতে বিদেশ গমন করতে না পারে তাঁর সুদৃষ্টি সহ আব্দুল হামিদ গংদের হাত থেকে রেহাই পেতে উর্ধ্বতন পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছে নিহত ইস্রাফিলের পরিবার। সাংবাদিক সম্মেলনে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!