যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিৎ রায় জানান , বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয়, এ উৎসব এখন বাঙালির উৎসব হিসেবে পরিণত হয়েছে। ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার সবসময় সতর্ক রয়েছে।
গতকাল বিকেলে যশোরের বাঘারপাড়ার রায়পুর কালীতলা দুর্গাপূজা মন্দির চত্ত্বরে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রায়পুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও ৪নং বিট অফিসার এ সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন।
সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর অধিকারী। বাঘারপাড়া থানার এসআই আওয়াল হোসেনের সঞ্চালনায় অন্যানেরর মধ্যে বক্তব্য রাখেন, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, রায়পুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ লুৎফর রহমান, রায়পুর কমিউনিটি পুলিশের সভাপতি হাজী জাফর আলী, রায়পুর কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কামরুজ্জামান, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ বিশ্বাস, রায়পুর কালীতলা মন্দির কমিটির সভাপতি শশাংকর মন্ডল, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক সালমা খাতুন, যুবলীগ নেতা রিয়েল হোসেন প্রমুখ।
সম্প্রীতি সমাবেশ শেষে মন্দির কমিটির হাতে সিসিটিভি ক্যামেরা তুলে দেন এমপি রণজিৎ রায়। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এ বছর বাঘারপাড়া উপজেলায় অনুষ্ঠিতব্য ৯১টি পূজা মন্ডপে ব্যক্তিগত অর্থায়নে সিসিটিভি ক্যামেরা প্রদান করার উদ্যোগ নিয়েছেন তিনি।