চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং উত্তর আলগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছোট লক্ষীপুরের মাঝি মোড় থেকে হাসু মৃধা বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার না হওয়ায় এ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীন বাসিন্দা আরিফ কবিরাজ, কালু শেখ সহ অনেকই জানান, এ গ্রামের কয়েক শ লোকের চলাচলের একমাত্র এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
রাস্তাটি কাজ ঠিকাদার শুরু করলে ও প্রায় আট মাস কাজটি বন্ধ রয়েছে। কাঁচা রাস্তাটি পাকা করনের জন্য জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলে কাজটি শুরু হয়,বর্তমানে কাজটি বন্ধ রয়েছে, প্রায় আট মাসের বেশি হয় রাস্তাটি সংস্কারের কোন পদক্ষেপ নেননি ঠিকাদার। আসন্ন বর্ষার আগেই রাস্তাটি সংস্কার করলে উপকৃত হবে এলাকাবাসী
জানা যায়, বর্ষাকালে গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টসাধ্য ও অনুপযোগী হয়ে পড়ে। এই নিয়ে এলাকার সর্বশ্রেণির জনগণের মাঝে ক্ষোভ আর দুঃখ দিনের পর দিন বেড়েই চলেছে।
বর্ষার সময় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে যাতায়তের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয়। এ রাস্তা সংস্কারের জন্য উত্তর আলগী ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটোয়ারী কাছে জোর দাবি জানান স্থানীয় এলাকাবাসী।