ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্দনকে সুসংহত করার লক্ষে খুলনা জেলা শিল্পকলা একাডমিতে সামাজিক সম্প্রীতি সমেবেশ অনুষ্ঠিত হয়েছে।
খুলনাজেলা প্রশাসক জনাব মোঃমনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃজিল্লুর রহমান চৌধুরী
কেএমপি কমিশনার জনাব মোঃমাসুদুর রহমান,ভূঞা খুলনা জেলা পুলিশ সুপার জনাব মোহম্মদ মাহবুব হাসান,বিপিএম,খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা,খুলনা প্রেসক্লাবের নভাপতি জনাব এসএম নজরুল ইসলাম।
সভাপতির বক্তৃতায় খুলনা জেলাপ্রশাসক মনিরুজ্জান
তালুকদার বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্হান।হাজার বছরধরে এ ভুখন্ডে জাতি -ধর্ম -বর্ণ নিবিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসাবস করে আসছেন
তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্দনেের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলেকে সচেষ্ট থাকার আহবান জানান।