মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা সামাজিক সম্প্রতি কমিটির উদ্যোগে জেলা সামাজিক সম্প্রীতি সমাবশে অনুষ্টিত হয়েনছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত সম্প্রতি সমাবশে অনুষ্টিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, পৌর মেয়র মাহমুদ পারভেজ, উপজেলা পরিষদ সদর মামুন আল মাসুদ খান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মো. আসাদুল্লাহ, অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, হিন্দু বোদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ, মাওলানা মো. খলিলুল্লাহ, শায়েক মাওলানা সোয়েব বিন রউফ, জিপি বিজয় শংকর রায়সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর নির্দেশে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বারবার এদেশে সামাজিক সম্প্রীতি বিণষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। সামনে সার্বজনীন দুর্গাপূজা ও আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে একাত্তরের পরাজিত শক্তি, প্রতিক্রিয়শীল ও সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে পারে। তাই সবাইকে নিজনিজ অবস্থান থেকে সজাগ ও সুদৃঢ় অবস্থান নিয়ে সকল কূটকৌশলকে প্রতিহত করতে হবে।
সম্প্রতি সমাবশে এছাড়াও উপস্থিত ছিলেন, আইনজীবি, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।