আগামী ১৭ অক্টোম্বর অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ২ নং ওয়ার্ডে নারী সদস্য পদে শনিবার ভোট ও দোয়া চেয়ে প্রচার-প্রচারনা করেছেন মতলব উত্তরের সন্তান তাসলিমা আক্তার আঁখি। ২নং ওয়ার্ডের নির্বাচনী এরিয়া কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন ও পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে তিনি ভোট প্রার্থনা করে দোয়া ও সমর্থন চান।
সংরক্ষিত নারী প্রার্থী তাসলিমা আক্তার আঁখি বলেন, আমি একজন আওয়ামী পরিবারের সন্তান। পেশায় স্কুল শিক্ষক ছিলাম। বর্তমানে মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামীলীগকে সু-সংগঠিত করতে কাজ করে যাচ্ছি। পাশাপাশি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিক সদস্য পদে প্রার্থী হয়েছি। আমার বিশ^াস আপনারা আমাকে যোগ্য মনে করলে আপনাদের সন্তান কিংবা ছোট বোন মনে করে আমাকে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি কথা দিলাম নির্বাচিত হলে,কখনো বেঈমানী করবোনা। আপনাদের কাছে বার বার আসবো, বারবার এসে আপনাদের দু:খ-সুখের সাথী হবো।
এসম সময় বিতারা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক সিকদার,পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জয়,ই্উপি সদস্য ইউনুছ মুন্সি,বাবুল প্রধান, হুমায়ুন কবির সুজন, শাহজালাল মিয়া, ইকবাল হোসেন, মামুনুর রশিদ, গিয়াস উদ্দিন মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একই তিনি সাচার,কচুয়া পৌরসভাসহ কচুয়ার বিভিন্ন স্থানে প্রচারনা করেন।
কচুয়া: কচুয়ার বিতারা ও পালাখাল ইউনিয়নে মতবিনিময় কালে সদস্য প্রার্থী তাসলিমা আক্তার আখি।