ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(তদন্ত) শ্রী সঞ্জয় কুমার সরকার এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন মোবাইল ডিউটি করাকালীন সময়ে ১৯/০৯/২০২২ইং তারিখ রাত অনুমান ০৩:৪০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া উত্তর ইউপি এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আখাউড়া উত্তর ইউপিস্থ, আমোদাবাদ বাবুল মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক জাতীয় (দুই) কেজি গাঁজা সহ সফিকুল ইসলাম(৩৬), কে গ্রেফতার করা হয়েছে, পিতা-মৃত বদিউজ্জামান, মাতা-হনুফা বেগম, সাং-আজমপুর, ৪নং ওয়ার্ড, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া। উক্ত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।
অপর অভিযানে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মোবারক আলম ও সঙ্গীয় ফোর্সহ থানা এলাকায় নিয়মিত দিবা কালীন মোবাইল ডিউটি করা কালীন সময়ে ১৯/০৯/২২ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর এলাকা হইতে বিজ্ঞ আদালতের জি আর নং-২৯৫/২০২১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ রুমান(২৮), কে গ্রেফতার করা হয়েছে, পিতা-খুরশিদ মিয়া , স্থায়ী : গ্রাম- কালিকাপুর,থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
ওসি তদন্ত শ্রী সঞ্জয় কুমার সরকার জানান গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে