দৈনিক খোলা কাগজ ও দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ও কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. শুভ্রা’র পিতা ঢাকা ধানমন্ডি আনোয়ার শাহ্ সাহেব এঁর দরবার শরীফের খাদেম এম.এম লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন।
তিনি শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৫০ মিনিটের সময় তাঁর বড় মেয়ে হাসনা হেনা (রানী)’র শ্বশুর বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দড়িচপায়খা গ্রামে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ও বার্ধক্যজনিত কারনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ মেয়ে, নাতী-নাতনী, ভক্তবৃন্দ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে মরহুমের গ্রামের বাড়ি বাজিতপুর উপজেলার ডুলিরচর মধ্যপাড়া এলাকায় নামাজে জানাযা শেষে মরহুমের নিজ বাড়ির সামনে তাঁর মরেহ দাফন করা হয়। এসময় তাঁর ভক্তবৃন্দসহ এলাকার সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামস্থ হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গাউস পাক (রঃ) কান্দুলিয়া মৌলোভী সাহেব জীবিত থাকা অবস্থায় তাঁর একজন ঘনিষ্ট ভক্ত হিসেবে পাশে থাকতেন ডুলিরচর মধ্যপাড়া গ্রামের মরহুম মো. মতিউর রহমানের ছেলে মরহুম এম.এম লুৎফুর রহমার। মৃত্যুর আগে তিনি সুফিবাদের দীক্ষিত হয়ে জীবন যাপন করেছেন।
তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে শুক্রবার বিকালে কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবদিক শাহীন সুলতানা, সাংবাদিক মৌসুমী আক্তার ও সাংবাদিক মোছা. নিলুফা আক্তার নীলা মরহুমের গ্রামের বাড়ি ডুলিরচর মধ্যপাড়া গিয়ে শোক সপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।