আজ সারা বাংলাদেশে মশা বাহিত রোগ প্রতিরোধে ও অন্যান্য রোগ প্রতিরোধে টি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয় বিভাগ /দপ্তর/ আনেক মন্ত্রণালয়ের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী তাজুল ইসলাম এমপি
এক বক্তব্য মন্ত্রী বলেন
এশিয়াসহ বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা কম।
মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ এডিস মশা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করছে।
ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৮ শো ৩৭ জন।
অন্যদিকে একই সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যানে হলো-
ভারতে ৩০ হাজার ৬ শো ২৭ জন, ট সিঙ্গাপুরে ২৬ হাজার ৯ শো ৭০ জন, মালয়েশিয়ায় ৩৩ হাজার ৯ শো ১১ জন, ফিলিপাইনে ৮২ হাজার ৫ শো ৯৭ জন, কম্বোডিয়ায় ৩ হাজার ৩ শো ২২ জন, ভিয়েতনামে ১ লাখ ৪৫ হাজার ৫ শো ৩৬ জন, ইন্দোনেশিয়ায় ৬৮ হাজার ৯ শো তিন জন আক্রান্ত হয়েছে।
মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এডিস মশা নিয়ন্ত্রনে সহায়ক ভূমিকা রেখেছে। ডেঙ্গু রোগে কোনো মানুষ আক্রান্ত হোক অথবা মৃত্যুবরণ করুক সেটা আমরা কেউ চাই না। এগুলো আমাদের ব্যথিত করে।