মিরসরাই,প্রতিনিধিঃ
অফিসার ইনচার্জ মিরসরাই থানা মোঃ কবির হোসেনের তত্ত্বাবধায়নে এসআই রাজিব চন্দ্র পোদ্দার অভিযান করিয়া ইতিপূর্বে মামলায় গ্রেফতারকৃত ও আদালতে সোর্পদকৃত আসামী মিরসরাই পৌরসভার রবিউল ইসলাম রনি এর দেওয়া তথ্যের ভিত্তিতে অত্র থানা এলাকাসহ আশ পাশের থানা এলাকায় দফায় দফায় অভিযান পরিচালনা করিয়া গত ০৭/০৯/২০২২ইং তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় হাটহাজারী থানা এলাকার পূর্ব দেওয়ান নগর ০৩নং পৌর ওয়ার্ড সাকিনস্থ আব্দুল মান্নান এর মালিকীয় গ্যারেজের সামনে রাস্তার উপর হতে আসামী মোঃ হেলাল হোসেন (২২), পিতা-মোঃ কামাল উদ্দিন, মাতা- সেনোয়ারা বেগম, সাং-পূর্ব দেওয়ান নগর, ০৩ নং ওয়ার্ড, কালাচান সওদাগরের বাড়ি, হাটাজারী পৌরসভা, থানা-হাটাজারী, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হইতে ছিনতাই মামলায় লুণ্ঠিত আরটিআর, টিভিএস কোম্পানীর মোটর সাইকেল, যাহার রেজিঃ নং- চট্টঃ মেট্রোঃ ল-১৪-৯৭৬৯, ইঞ্জিন নং- OE4EJ2015268, চেসিস নং- MD634KE40J2E13675, মূল্য-১,৭১,০০০/-টাকা উদ্ধার করেন। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় হাটহাজারী থানা এলাকায় অবস্থানরত ঘটনায় জড়িত মোঃ খোরশেদ আলম (৪৩), পিতা- মৃত মোজ্জাফর আহমেদ, মাতা- নুর জাহান বেগম, সাং-উত্তর বালিয়াদি, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম এর নিকট হইতে বর্ণিত মোটর সাইকেলটি ছিনতাইয়ের মোটরসাইকেল জেনেও ক্রয় করেন।বর্ণিত মোটর সাইকেলটি মীরসরাই থানা এলাকার পলাতক মেহেদী তার সঙ্গীয় পলাতক অপরাপর আসামীদের নিয়ে ঘটনাস্থলে রোড বেড়িকেড দিয়ে বাদীকে কুপিয়ে জখম করত জোর পূর্বক ছিনতাই ধৃত আসামী স্বীকার করিয়াছে। আসামিকে গ্রেপ্তার পূর্ব বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।
তাছাড়া মিরসরাই থানা পুলিশের আরেকটি টিম বিশেষ অভিযানে সি,আর সাজা পরোয়ানাভুক্ত আসামি গোলাম মোস্তফা দিদার(৫৪),পিতা মৃত দেলোয়ার হোসেন, সাং মিঠাছড়া, থানা মিরসরাই জেলা-চট্টগ্রাম কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে।