বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক হলেন শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামের কৃতি সন্তান নাহিদুল ইসলাম।
তিনি প্রমাণ করে দিলেন রাজনীতিতে পরিশ্রম আর প্রচেষ্টার মাধ্যমে নিজের অবস্থান কে পরিবর্তন করা যায়।জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদে পদোন্নতি হন।
দীর্ঘ প্রতিক্ষার পর কেন্দ্রীয় কমিটির শূন্য পদে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বুধবার ৩১/০৭/২২ইং সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করেন।
নাহিদুল ইসলাম ২০০৯ সালে শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ২০১০ সালে শ্রীনগর সরকারি কলেজ প্রথম বর্ষ কমিটির সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেন তারপর ২০১১সালে এইচ এস সি পাশ করে কৃতিত্বের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ছাত্রলীগের রাজনীতিতে সংক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ২০১৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (শরীফ সিরাজ কমিটি)সহ সম্পাদকের দায়িত্ব সহ ২০১৪সালে বিক্রমপুর মুন্সিগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচন নির্বাচিত হন। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাবের সদস্য ও আড়িয়াল পরিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, নাহিদুল ইসলাম বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জ্ঞানভিত্তিক অর্থবহ সমাজ বিনিমার্নের অঙ্গীকার নিয়ে রাজনীতি করি।আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক করায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।সেই সাথে আন্তরিকভাবে ভালোবাসা প্রকাশ করছি আমার সহকর্মী ও রাজনৈতিক অংঙ্গনের সহযোদ্ধাদের।