কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
শনিবার (৩ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের মো. মনিরুজ্জামান এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
মনিরুজ্জামানের পিতা মো. কামাল মিয়া (৫৬) বলেন, তার ছেলে মনিরুজ্জামান বান্দরবনে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরী করার সুবাদে সে ওখানেই অবস্থান করছে। ছেলের স্ত্রী ঝুমা আক্তার গত বৃহস্প্রতিবার (১সেপ্টেম্বর) তাদের ঘরে তালা লাগিয়ে ২ছেলে ও ১ মেয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার ২ সেপ্টেম্বর দিবাগত রাত অর্থাৎ শনিবার ৩ সেপ্টেম্বর ভোর রাত পৌনে ৪ টার দিকে তার এক প্রতিবেশী তাকে ফোন করে জানায় তার ছেলের বসত ঘরে আগুন জলছে। এ সংবাদ পেয়ে তিনি পার্শ্ববর্তী ঘর থেকে বের হয়ে ডাক চিৎকার করতে থাকে এবং কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়। ভোর রাত ৪ টা ১০ মিনিটের সময় কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীগণ ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় দীর্ঘ ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে বসত ঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। তিনি ধারনা করছেন বৈদ্যুতিক শকসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হতে পারে।