মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কুলিয়ারচরে মেসার্স সালমান এন্টারপ্রাইজের উদ্বোধন সিরাজদিখানে স্মার্ট কার্ড বিতরণ উপজেলা পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক  ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস আজ ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার কে কুপিয়েছে দূর্বৃত্তরা ব্যস্ত প্রবাস জীবনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বাংলাদেশী যুবক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন চিন্ময় কৃষ্ণদাস এর মুক্তির দাবিতে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-২৩ কুলিয়ারচরে ৪ ইউপি চেয়ারম্যান অপসারণ, অফিস আদেশ জারি আবুধাবির লিওয়া এলাকায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন প্রবাসী মোহাং শাহিন আলম। মুক্তি পাচ্ছে শওকত সজল অভিনীত ‘ভয়াল’
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

লক্ষ্মীপুরের পিডিবির নির্বাহী প্রকৌশলীকে আইনজীবীর নোটিশ-দৈনিক বাংলার অধিকার

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ / ১৬৫ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৩:০৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুর পৌরসভায় অতিরিক্ত লোডশেডিং দেওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলীকে লিগ্যাল নোটিশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সুপ্রীম কোর্টের আইনজীবী এএসএম ইলিয়াস হাওলাদার এই নোটিশ করেন। নোটিশটি তিনি ডাকযোগে রেজিষ্ট্রি করে লক্ষ্মীপুর পিডিবি নির্বাহী প্রকৌশলীর ঠিকানায় পাঠিয়েছেন।

এই দিকে নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবিরা ওই নোটিশ নিজ ফেইসবুক টাইমলাইনে পোষ্ট করে লোডশেডিং থেকে মুক্তি চেয়েছেন।

ইলিয়াস হাওলাদার লক্ষ্মীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখারিপাড়া এলাকার হাওলাদার বাড়ির মমিন উল্যা হাওলাদার বাড়ির বাসিন্দা।

নোটিশে বলা হয়, এলাকা ভিত্তিক দৈনিক এক ঘন্টা লোডশেডিংয়ের প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্ত লক্ষ্মীপুর পৌরসভায় প্রতিদিন ১৪ ঘন্টার বেশি সময় লোডশেডিং হয়। লক্ষ্মীপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে প্রায় ১ লাখ মানুষ বসবাস করে। এরমধ্যে অধিকাংশই বৃদ্ধ ও শিশু। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে তারা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। পৌরশহরে সদর হাসপাতালসহ অন্তত ১০টির বেশি হাসপাতাল রয়েছে। সরকারি সকল গুরুত্বপূর্ণ অফিসগুলো পৌর এলাকায়। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে সকলে কাজের ব্যাঘাত ঘটে। সরকারি প্রজ্ঞাপনের কোন শর্ত পালন না করে বেআইনিভাবে লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী অতিরিক্ত লোডশেডিং দিয়ে আসছে। তিনি সরকারি আইনের বরখেলাপ করছেন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে জনজীবন অতিষ্ট করে তুলছেন। দ্রুত সময়ে সরকারি প্রজ্ঞাপন পালনে নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে সরকারি প্রজ্ঞাপন অগ্রাহ্য কার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন আইনজীবী ইলিয়াস হাওলাদার।

ইলিয়াস হাওলাদার বলেন, সরকারি বলেছে ১ ঘন্টা লোডশেডিং করার জন্য। কিন্তু লক্ষ্মীপুরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী বিভাগীয়ভাবে সেরা হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করাচ্ছে। জনগণকে দূর্ভোগের বিষয়ে ভাবছেন না। সম্প্রতি বাড়িতে গেলে দিনে ১৪ ঘন্টার বেশি সময় লোডশেডিং দেখেছি। এতে বাসাবাড়িতে বৃদ্ধ ও শিশুরা গরমে অসুস্থ পড়ে। অনেকের ঘরের ফ্রিজের খাবার নষ্ট হয়ে গেছে। তাদের সরকারি ওয়েবসাইটটি সর্বশেষ ২০১৮ইং সালে হালনাগাদ করা হয়। লোডশেডিং নিয়ে তারা কোন তালিকাও দেয়নি। এজন্য সরকারি প্রজ্ঞাপন পালন করে এলাকাভিত্তিক দৈনিক এক ঘন্টা করে লোডশেডিং দিতে নির্বাহী প্রকৌশলীকে লিগ্যাল নোটিশ করা হয়েছে।

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামীম ফরহাদ বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ নেই। এজন্য লোডশেডিং হচ্ছে। লিগ্যাল নোটিশের বিষয়টি আমার জানা নেই। এখনো আমার হাতে এসে পৌঁছায়নি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!