মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার লাকসাম থানায় গতকাল মঈলবার ৩০ সে আগষ্ট সকাল থেকে সারাদিনব্যাপী লাকসাম পৌড়শহরে অবৈধ হাসপাতালে,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলির নিবন্ধন না থাকার কারনে ৯টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সিলগালা করে হয়।
যেই গুলো বন্ধ করা হয়েছে,
১.ইজি হেলথ কেয়ার।
২.মা – মনি লাইফ কেয়ার হসপিটাল।
৩. লাকসাম সেন্ট্রাল ল্যাব।
৪. আল – কারীম ডায়াগনোস্টিক সেন্টার।
৫. সিগমা হেলথ্ কেয়ার।
।৬.আপস জেনারেল হসপিটাল ।
৭. হাজারী মেডিকেল সার্ভিস।
৮. লিট হেলথ কেয়ার
৯,ডায়াগনোস্টিক সেন্টার।
সবগুলোকে পরববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
কুমিল্লা জেলা স্বাস্থ্য অধিদফতরের নির্দেশের পর অবৈধ হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা হয়।
দেশের অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের অনিয়ম ঠেকাতে স্বাস্থ্য খাতের অভিযান চলমান সবসময় থাকবে এবং প্রয়োজনে আরও জোরালো ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোঃ জাহিদ মালেক।