সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর লিখা, এডিট করা ছবি ও ভিডিও বক্তব্য পোষ্ট করার অভিযোগে সাংবাদিক ফারজানা আক্তার এবং এক ব্যবসায়ীসহ ৮ জনের নামে কুলিয়ারচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলার পশ্চিম গোবরিয়া গ্রামের মৃত আবদুল হাই এর ছেলে জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি এবং দৈনিক পূর্বকণ্ঠ ও সাপ্তাহিক দিনের গান পত্রিকার বার্তা সম্পাদক মুহাম্মদ কাইসার হামিদ।
গত ২৭ আগষ্ট কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় এ সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। যার সাধারণ ডায়েরি নম্বর- ১২৬১।
তিনি সাধারণ ডায়েরি (জিডি)-তে উল্লেখ করেন, কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর গ্রামের মৃত আব্দুর রাশিদ এর কন্যা ফারজানা আক্তার (৩৬), আদ্রিতা ইসলাম নেহা ওরুফে পলাশী (২৬), ছেলে দোসর রহমান (২৪), রামদী পিরপুর গ্রামের জুলহাস মিয়ার ছেল আতিক হাসান নিলয় ওরুফে জুম্মন (২৫) ও জুম্মনের স্ত্রী উর্মিলা জাহান উর্মি উরুফে জান্নাতুল নেছা (২৩) ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বরচাপা গ্রামের মো. মোস্তফা হোসেন এর ছেলে তানভীর আহমেদ (৪০) সহ অভিযুক্ত ৮ জনের মধ্য থেকে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের সম্মান হানি করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফারজানা আক্তার এর ব্যবহৃত “Farjana Akter”, দোসর রহমান এর ব্যবহৃত “Doshor Rahman”, আদ্রিতা ইসলাম নেহা ওরুফে পলাশী এর ব্যবহৃত “আদ্রিতা ইসলাম নেহা”, আতিক হাসান নিলয় এর ব্যবহৃত “Atiq Hasan Neloy”, উর্মিলা জাহান উর্মি ওরুফে জান্নাতুল নেছা এর ব্যবহৃত “Urmila Jahan Urmi”, তানভীর আহমেদ এর ব্যবহৃত “Tanvir Ahmed” নামক ফেসবুক আইডি থেকে সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদকে জড়িয়ে অশ্লীল ভাষায় মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে এবং ফারজানা আক্তার ও তার আত্মীয় স্বজনসহ অনুসারীদের নিয়ে “Farjana Akter”, “Doshor Rahman”, “Atiq Hasan Neloy” সহ “Urmila Jahan Urmi”, “আদ্রিতা ইসলাম নেহা”, “মোঃবাবুল মিয়া”, “Jahirul islam”, “Md Soyed Somel”, “Halena de GuZman”, “J T Mofassel Sarker”, “Saiful Islam KHan” ও “মন পাখি” নামক বিভিন্ন ফেসবুক আইডি থেকে সামজিক গণমাধ্যমে তাকে জড়িয়ে অশ্লীল লিখা ও মন্তব্য করে যাচ্ছে। তিনি জিডিতে উল্লেখ করেন এর আগেও তিনি বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নং-৬০৩। তারিখ- ১৪/১১/২০২০ইং। ইদানিং তারা বিভিন্ন ফ্যাক ফেসবুক আইডি থেকে তার নামে নানা ধরনের মিথ্যা অশ্লীল ভাষা প্রয়োগ করে অপপ্রচার করে আসছে। এতে করে তার পেশাগত দ্বায়িত্ব পালনে বাঁধাগ্রস্ত হচ্ছেন। অভিযুক্তদের এসব আইডি থেকে পোষ্ট করা তার নামে মানহানিকর ভিডিও, লিখা ও ছবি ডিলিট করতে বলায় ফারজানা আক্তার সকল অভিযুক্তদের নিয়ে তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তার ধারনা অভিযুক্তরা যে কোন সময় তার জান মালের মারাত্মক ক্ষতি করতে পারে এবং আবারো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মানসম্মান ক্ষুন্ন করতে পারে। তিনি আরো বলেন, জিডি করার পর আতিক হাসান নিলয় তার ব্যবহৃত “কুলিয়ারচর বার্তা” নামক একটি ফেসবুক পেইজ সহ “Atiq Hasan Neloy” নামক একটি ফেসবুক আইডি থেকে তার নামে বাজে লিখা পোস্ট করেছে এবং লাইভে এসে ভিডিও করে অশ্লীল ভাষায় গালিগালাজসহ হুমকি ধামকি দিয়েছে তাকে। তিনি এসব বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।