“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি,, এ-ই প্রতিপাদ্য করে সামনে রেখে, কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং সম্পর্কে সচেতনতা মূলক সভা করেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা।
সোমবার (২৯ আগষ্ট) সকাল ১১ টার দিকে কুলিয়ারচর থানা পুলিশের আয়োজনে, উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উক্ত বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গেলাম মোস্তফা মাদক, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য প্রধান করেন। তিনি আরও বলেন, মাদক, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
এ সময় লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন খোকন সহ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।