ফেনী লালপুল সুলতানিয়া মাদ্রাসা মসজিদের উন্নয়ন কাজে ব্যক্তিগত সহযোগিতা এগিয়ে আসলেন ছাগলনাইয়া উপজেলা ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজ্বী মোঃ মহসিন আলী। এছাড়াও তিনি চট্রগ্রাম জেলা মিরসরাই উপজেলার বারৈয়ারহাট হাজী কালামিয়া জামে মসজিদ, হাতিয়া হাজী মুকবুল আহাম্মদ জামে মসজিদ ও সোনাপুর এলাকার একটি মসজিদের উন্নয়নের কাজসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তব সহ সামাজিকভাবে বিভিন্ন উন্নয়ন অগ্রগতিতে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সমাজসেবায় অসামান্য অবদান রেখে যাচ্ছেন হাজ্বী মোঃ মহসিন আলী।
হাজ্বী মোঃ মহসিন আলী দৈনিক বাংলার অধিকারকে জানান, মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমৃত্যু সামর্থ অনুযায়ী মসজিদ, মক্তব, মাদ্রাসা সহ অসহায় গরীব মানুষদের মাঝে সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ।