১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু একাডেমী ও বাংলার মুখ ময়মনসিংহ জেলা ও মহানগরের আয়োজনে রবিবার (২৮ আগস্ট) বিকাল ৪টায় ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৌমিত্র শেখর।
সংগঠনের সাধারন সম্পাদক কবি শরিফুল ইসলাম সরকারের আমন্ত্রনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ত্রিশাল পৌরসভার মেয়র এ.বি.এম আনিছুজ্জামান আনিছ, বাংলার মুখ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি লে. কর্নেল (অব) শাহাব উদ্দিন, শম্ভুগঙ্জ জি কে পি ডিগ্রি কলেজ গভনিং বডির সভাপতি ড সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি লায়ন মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু।
বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও বাংলার মুখ ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি অধ্যাপক বিলকিস খানম পাপড়ি এর সঞ্চালনায় আলোচক হিসাবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের যুগ্ন আহবায়ক কবি ফরিদ আহমেদ দুলাল।